নাটোরে দুই নারীকে গরম পানিতে ঝলসে দেওয়ায় গ্রেফতার ৬
নাটোরে দুই নারীকে মরিচগুঁড়া মেশানো গরম পানিতে ঝলসে দেওয়ার ঘটনায় রোববার ৬ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোর সদরের রামনগর গ্রামের তেৌহিদ উদ্দিনের ছেলে সুলতান ডাকাত, তার ছেলে মো. লালচান, তার স্ত্রী মোছা. আয়মনা, একই এলাকার মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী শীলা খাতুন ও একই এলাকার পন্ডিতগ্রামের রতন মিয়ার স্ত্রী মোছা. শাকিদা।