
রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি
রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটির সম্ভাব্য প্রার্থীরা। এবার সভা-সমাবেশের মতো বড় কোনো কর্মসূচি থাকছে না। তবে সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচিতে সক্রিয় থাকবে নেতাকর্মীরা। কেন্দ্রসহ তুণমূলে ইফতার পার্টি বাড়ানোরও নীতিগত সদ্ধিান্ত রয়েছে। এছাড়া এলাকাভিত্তিক সামাজিক অনুষ্ঠানসহ উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি থাকবে।