যারা সংস্কারের তালিম দিচ্ছেন ১৭ বছর তাদের দেখিনি: আমির খসরু
হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিলেন, তারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন- এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ১৭ বছর তাদের কাউকে রাস্তায় দেখা যায়নি। শেখ হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশ কেমন হবে, সেই সংস্কারের কথা মাথায় রেখেই বিএনপি ৩১ দফা দিয়েছিল। তার আগে আমরা ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন।