
সুনামগঞ্জে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার মহিষখলা বাজারে সোমবার সন্ধ্যায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।