-6820dc655f488.jpg)
দেশে আর অশান্তি চাই না: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বুদ্ধ পূর্ণিমার যে শান্তির বাণী, এটা সারা বিশ্বে আছে এবং বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য। আমরা গত ১০ থেকে ১৫ বছর অনেক অশান্তির মধ্যে থেকেছি। এত অশান্তির মধ্যে যে, এ সমাজ ভেঙে গেছে, রাজনীতি ভেঙে গেছে, দেশ ভেঙে গেছে, ব্যবসা-বাণিজ্য সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এমন দেশ ও সমাজ গড়তে চাই, যে দেশ হবে শান্তির। আমরা আর অশান্তি চাই না।