ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন হবে; কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। নিজের মতপ্রকাশ, বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন। আমরা আজ দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।